Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর মেঘনায় মাল বোঝাই ট্রলার ডুবি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০০ এএম

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড়স্টেশন মোলহেড এলাকায় গতকাল রোববার দুপুরে মাল বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১২ জন শ্রমিক সাঁতরিয়ে ওঠতে সক্ষম হলেও মালামালসহ ট্রলারটি মেঘনায় তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর পুরান বাজার থেকে মাল বোঝাই ট্রলারটি শরীয়তপুর যাওয়ার পথে মেঘনা নদী পাড়ি দেয়ার সময় স্রোতের কবলে ডুবে যায়। ট্রলারে প্রায় ২২ লাখ টাকার মালামাল ছিল। এ সময় ট্রলারে থাকা ১২ জন শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। 

ট্রলার মালিক অলিউল্লাহ জানায়, পুরান বাজার থেকে প্রতিদিনের ন্যায় পাইকারি দোকান থেকে ২২ লাখ টাকার মালামাল নিয়ে শরীয়তপুর জেলার চরপাতরা খুচরা দোকানিদের জন্য নিয়ে যাচ্ছিল। চাঁদপুর-শরীয়তপুর নৌপথে চলাচলকারী ট্রলার মালিকরা জানান, বর্ষা মৌসুমের আগেই এবার মেঘনা নদী উত্তাল হয়ে পড়েছে। প্রচন্ড ঢেউ ও স্রোতের তোড়ে মেঘনা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রলার ডুবি

১৪ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ