Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্থানে স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১২:৪০ পিএম

এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে গায়ে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঋণ পরিশোধ করতে না পারায় তাঁকে এভাবে আগুনে পুড়িয়ে মেরেছে ঋণদাতা।

ভারতের রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে ৩৫ বছর বয়সি ওই শিক্ষিকা মারা যান বলে বুধবার পুলিশ জানায়। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, জয়পুর পল্লীর পুলিশ সুপার (এসপি) মনীশ আগরওয়াল জানিয়েছেন, ‘অনিতা নামে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। ১০ আগস্ট রাইসার থানা এলাকায় তাঁর গ্রামে বেসরকারি স্কুলের ওই শিক্ষিকাকে আগুন দেওয়া হয়। তিনি তাঁর আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা ফেরত দিতে চাইলে তিনি তা দিতে পারেননি।’

অতিরিক্ত এসপি ধর্মেন্দ্র যাদব বলেন, ‘অভিযুক্তরা নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে দেয় এবং তাঁর গায়ে আগুন দেয়।’

ভুক্তভুগীর বয়ানের ভিত্তিতে কয়েকজন নারীসহ তাঁর স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনায় অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুড়িয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ