Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণ বাঁচাতে দৌড় দিলেন স্ত্রী, গুলির পর পুড়িয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১২:০৪ এএম

স্বামীর হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন তিন সন্তানের মা। কিন্তু স্বামী তাকে ধরতে ব্যর্থ হয়ে, ওই নারীর পায়ে গুলি করে। পরে তার গায়ে দাহ্য তরল ঠেলে দিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করে স্বামী। এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির পুলিশ বুধবার এ কথা জানিয়েছে। তারা বলছে, দিনেদুপুরে এমন ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নিহত হওয়া নারীর বয়স ৩১ বছর বলে জানিয়েছে তারা। পুলিশ বলছে, মঙ্গলবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে বরডক্স এয়ারপোর্টের কাছে মেরিগনাক এলাকায় দিনেদুপুরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি এবং ওই নারীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তাদের ৩, ৭ ও ১১ বছরের তিন সন্তান রয়েছে। ওই নারী তার সন্তানের নিয়ে একা থাকতেন। পুলিশ বলছে, ওই নারী হামলা থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে গুলি ছোড়ে স্বামী। গুলি পায়ে লাগলে পড়ে যান তিনি। পরে তাকে জীবন্ত পুড়িয়ে দেয় স্বামী। বরডক্সের সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, এই হত্যাকান্ডের আধা ঘণ্টা পর পেসাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে গুলিসহ একটি পিস্তল, একটি পেলেট গান এবং কারট্রিজ বেল্ট উদ্ধার করা হয়। স্ত্রীকে হত্যা ছাড়াও তার বাড়িতে আগুন দেয়ায় তার হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে ওই হামলার সময় নারীর সন্তানরা বাড়িতে ছিল না বলে জানিয়েছে সরকারি কৌঁসুলির অফিস। তবে তাদের ট্রমার জন্য কাউন্সিলিং করা হচ্ছে বলে জানিয়েছে তারা। এছাড়া যারা এই হত্যাকান্ড প্রত্যক্ষ করেছে তাদের জন্যও কাউন্সিলিং সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। আল-আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুড়িয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ