Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিকশা চালককে কুপিয়ে আহত গণপিটুনি দিয়ে ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

আড়াইহাজারে অটোরিকশা চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা ৩ ছিনতাইকারীকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার রাতে উপজেলার ইদবারদী এলাকায় রাস্তায় এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাত ১০টা সময় উপজেলার প্রভাকরদী এলাকা থেকে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী লস্করদী যাবে বলে একটি অটোরিকশা ভাড়া নেয়। তারা পথিমধ্যে চালক অহিম উদ্দিনকে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে বিভিন্নস্থানে ঘুরিয়ে উপজেলার ইদবারদী গোরস্থান এলাকায় নিয়ে অটোরিকশা চালক অহিম উদ্দিনকে কুপিয়ে আহত করে তার মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিয়ে অটোটি নিয়ে পালিয়ে যেতে থাকে। চালক চিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে অটোসহ ৩ ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ এমদাদ ও মাহফুজ রানার নিকট তুলে দেয়। পরে চালককে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আটককৃত ছিনতাইকারীরা হলো উপজেলার মারুয়াদী এলাকার হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম(২৩), মোস্তফার ছেলে সফিকুল ইসলাম (২০) ও আলী মোল্লার ছেলে মাছুম (২০)। এ ঘটনায় রাতেই আহত চালক অহিম উদ্দিন ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় ছিনতাইয়ে অভিযোগ দেন। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে থানার (এস আই) উপ-পরিদর্শক মাহফুজ রানা বাদী হয়ে আটক ৩ ছিনতাইকারীদের ৫৪ ধারায় আটক দেখিয়ে কোর্টে প্রেরণ করে। আহত অটো চালক অহিম উদ্দিন সোনারগাঁ থানার বুরুমদী এলাকার মৃত আঃ মালেকের ছেলে। এ ব্যাপারে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদ জানান, আটককৃতদের ৫৪ ধারায় চালান করলেও পরে তাদেরকে ছিনতাই মামলায় আটক দেখানো হবে। আটককৃতরা প্রকৃতপক্ষে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিকশা চালককে কুপিয়ে আহত গণপিটুনি দিয়ে ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ