রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিরাজ শেখ (৩০) নামে আরো একজন। সোমবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুস সালামের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায়। স্থানীয়রা জানায়, ৬ থেকে ৭ জন চোর রাত দেড়টার দিকে হরিদাসপুর গ্রামের রাঙ্গা মোল্লার বাড়িতে চুরি করতে আসেন। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আব্দুস সালাম ও সিরাজকে ধরে ফেলে। এ সময় তাদের অন্য সহযোগীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আটক দুজনকে পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান। এতে গুরুতর আহত হন সিরাজ। স্থানীয়রা জানিয়েছে, রাঙ্গা মোল্লার গরু চুরি করতেই তারা এসেছিল বলে আমরা সন্দেহ করছি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ কর্মকর্তা আর কিছু জানাতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।