Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে মাদকাসক্ত ছেলেকে অবশেষে পুলিশে দিলেন বাবা

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৭:১৪ পিএম

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত মাদকাসক্ত ছেলেকে অবশেষে পুলিশে দিলেন তারই নির্যাতিত বাবা মোঃ আজম। মারধরের শিকারসহ পরিবারের সবাই অতিষ্ট হয়ে এ প্রদক্ষেপ নেন তার বাবা।(১৪ আগষ্ট) রবিবার দুপুরে ভুক্তভোগি বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করলে ছেলেকে কোর্ট হাজতে প্রেরণ করেন পুলিশ । এদিকে থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের মোঃ আজমের ছেলে মোঃ আলভী হাসান আরমান (২৫) মাদকাসক্ত হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই নেশার টাকার জন্য তার বাবা, মা, বোনসহ পরিবারের লোকজনকে মারধরসহ নানা নির্যাতন করত। সর্বশেষ গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সে একইভাবে নেশার টাকা চায় তার বাবা আজমের কাছে। বাবা ঐ টাকা দিতে অস্বীকৃতি জানালে আরমান তার বাবাকে লাঠি দিয়ে মারধর করে। এসময় বাবার চিৎকার শুনে মেয়ে এগিয়ে আসলে আরমান বোনকেও মারধর শুরু করে। শেষে জোরপূর্বক আলমিরা থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় এবং বেশ কিছু আসবাবপত্র ভেঙে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে আরমান। তার বাবা মোঃ আজম অভিযোগ করে বলেন, এর আগেও আরমান নেশাগ্রস্ত অবস্থায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয় আরমান। সে ১০ মাস জেলও খেটেছিলো তখন। সে সময় আমি তাকে জামিন করাই। ভেবেছিলাম সে হয়ত ভুল বুঝতে পেরে ভাল হয়ে যাবে। কিন্তু না, সে এখনো ঠিক আগের মতোই নেশা করে চলেছে। এ কারণে প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশে দেয়। আর আমিও ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, মাদকাসক্ত আরমানের বাবার দায়ের করা মামলায় তারই ছেলেকে কোর্ট হাজতে প্রেরণ করা করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ