মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক আলেকজান্ডার দারচিভ গতকাল (শনিবার) বার্তা-সংস্থা তাস’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকটের প্রত্যক্ষ পক্ষে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র।
দারচিভ বলেন, তবে ইউক্রেনকে দেয়া মার্কিন সামরিক সহায়তা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ওপর প্রভাব ফেলেনি।
তিনি আরও বলেন, ইউক্রেন ভূখণ্ডে রাশিয়া ও রাশিয়ার অধীনস্থ অঞ্চলের জন্য প্রত্যক্ষ হুমকি সৃষ্টিকারী কোনো অস্ত্রের অস্তিত্ব মেনে নেবে না মস্কো।
এদিকে ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনের উপদেষ্টা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, বর্তমানে কেবল যুদ্ধবন্দী বিনিময়সহ মানবিক ব্যবস্থা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংলাপের বিষয়। দুপক্ষের সামরিক ও রাজনৈতিক খাতে কোনো সংলাপ নেই। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।