Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসে-যায়, এটি বড় কোনো বিষয় নয়- সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৬:৪৮ পিএম | আপডেট : ৭:১৩ পিএম, ১৩ আগস্ট, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আবুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রকম সর্ম্পক আমাদের। সেগুলো চলমান আছে। শুধু তাই নয়, সেগুলো আগের থেকে আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রধানের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেটে জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে আরও বলেন- যুক্তরাষ্ট্র তো বহু দেশের উপর বহু নিষেধাজ্ঞা দিয়ে থাকে। র‌্যাব প্রধানের প্রতি নিষেধাজ্ঞাও এর অংশ। এসব নিষেধাজ্ঞা আসে-যায়। এটি বড় কোনো বিষয় নয়। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন- যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে আমরা কাজ করছি। যাতে আমাদের সম্পর্ক আরো ভালো হয়। যদি আমাদের কোনো দুর্বলতা থাকে তবে সেগুলো দূর করার চেষ্টা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ