Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুরে প্রায় ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৫:০৯ পিএম

চাঁদপুর উত্তর মতলবের দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৩৩ হাজার ২০০টাকা।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।

তিনি বলেন, আজ সকালে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, অভিযানকালে দুটি পরিত্যাক্ত ঘর থেকে চোরাই ডিজেলগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩হাজার ২০০টাকা। তবে চোরাই ডিজেলের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। জব্দ ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা বলেন, বর্তমানে দেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ