Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে চোরাই কাট জব্দ

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে অবৈধভাবে প্রায় দুই লাখ টাকার চোরাই গজারির বল্লি পাচার কালে পিকআপ ভ্যানসহ আটক করেছে বন কর্মকর্তারা।

সোমবার ভোরে (ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩) পিকআপটি ত্রিপল দিয়ে ঢেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আটক করা হয়।
সোনারগাঁও বন বিভাগ চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অবৈধ চোরাই কাঠ বোঝায় করে পিকআপটি ৬৬ পিছ গজারির বল্লি যার মূল্য প্রায় দুই লাখ টাকা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় তিনি ও অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করে ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ ভ্যানটি মালামাল জব্দ দেখিয়ে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাট জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ