Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনা টাওয়ারে উঠে আটকে যাওয়া শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ১:১৮ পিএম

নেত্রকোনায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র বড় স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ারে উঠে আটকে থাকার ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা করেছে। এ ঘটনায় পৌর শহরের বড়স্টেশন এলাকায় উৎসুক জনতার ভীড় জমে যায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে বুধবার সকালে স্টেশন সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ গ্রামীণ ফোন টাওয়ারের উপর উঠে বসে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

দীর্ঘ সময় চেষ্টা করলে সে নিচে নেমে না আসায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা উপরে উঠে রশি দিয়ে বেঁধে শিশুটিকে নিচে নামায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস উর্ধ্বতন কর্মকর্তারা।

এমন খবর জেলা শহরের চারদিকে ছড়িয়ে পড়লে অসংখ্য উৎসুক জনতা স্টেশন এলাকায় ভীড় জমায়।

উদ্ধার হওয়া মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বের ছেলে। সে মাদ্রাসাতুল আরকান নামে একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ