মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মূল্যস্ফীতির কারণে খরচ কমাতে আবারও নগদ অর্থের যুগে ফিরে যাচ্ছেন ব্রিটেনের নাগরিকেরা। দেশটির ডাক বিভাগ পরিচালিত এক নতুন গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। গত জুলাই মাসে ডাক বিভাগ থেকে অন্তত ৮০১ মিলিয়ন পাউন্ড তুলে নিয়েছেন ব্রিটিশ নাগরিকেরা। যা বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এমনকি গত বছরের চেয়েও ২০ শতাংশ বেশি।
এ বিষয়ে ব্রিটেনের স্টলফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিয়া হাওয়ার্ড বলেন, ‘আমি ব্যাংক থেকে পাউন্ড তুলে এনে আমার প্রয়োজনীয় ব্যয়ের তালিকা অনুসারে নির্ধারণ করে রেখেছি। যেমন ধরেন, আপনার যদি মাত্র ৮০ পাউন্ড বরাদ্দ থাকে আপনার ব্যক্তিগত জিনিসপত্র ক্রয়ের জন্য তাহলে আপনি কোনোভাবেই এর বাইরে আর ব্যয় করতে পারবেন না।’
ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যাশ অ্যাকশন গ্রুপের নাটালি চেনী বলেন, এই প্রবণতা থেকে এটি স্পষ্ট যে- মূল্যস্ফীতির মুখে মানুষ আক্ষরিক অর্থেই একেবারে পায় পয়সা হিসাব করে খরচ করছে। তিনি বলেন, ‘এমনটা হতে পেরেছে কেবল জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে।’
নাটালি আরও চেনী বলেন, ‘মানুষ আক্ষরিক অর্থেই টাকা তুলে নিয়ে নিজেদের কাছে কোথাও গচ্ছিত রাখবে। এবং কোনটা কোন খাতে খরচ করবে তাঁর পায়-পয়সা হিসাব রাখবে।’ ব্রিটেনের বিগত ৪০ বছরের মধ্যে দেশটি সর্বোচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে। মূল্যস্ফীতির ফলে দেশটির দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সংকটেও পড়তে হচ্ছে।
যুক্তরাজ্যের ডাক বিভাগের ব্যাংকিং খাতের পরিচালক মার্টিন কেয়ার্সলি বলেছেন, ‘আমরা দেখছি প্রতিনিয়তই নগদ অর্থের ওপর আস্থা রাখা মানুষের সংখ্যা বাড়ছে। এর কারণ একটাই, যাতে তাঁরা নিজেদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে আরও বেশি হিসেবি হতে পারে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।