গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি এবং বাসস’র মোরসালিন নোমানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে সাখাওয়াত হোসেন বাদশা ৬০৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মোরসালিন নোমানী ৬৮৬ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে এটিএন বাংলার আবু দারদা জুবায়ের ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের তোফাজ্জল হোসেন ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের জিলানী মিল্টন ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দফতর সম্পাদক পদে যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক নয়ন মুরাদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫২২ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে বিটিভির দিনার সুলতানা ৭১০ ভোট বিজয়ী হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের কাফি কামাল সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭২৪ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে আলোকিত সময়ের মিজান চৌধুরী ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক সংগ্রামের কামাল উদ্দিন সুমন ৬৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নুরুল ইসলাম হাসিব (৬৭০), মানবকণ্ঠের হাবীবুর রহমান (৫৭৮), গাজী টিভির সাইফুল ইসলাম (৫৫৭), আলোকিত বাংলাদেশের সাখাওয়াত হোসেন সুমন (৫১১), ইনকিলাবের মাইনুল হাসান সোহেল (৪৭৫), বৈশাখী টিভির হাফিজ আল আসাদ (সাইদ খান) ৪৪২ ভোট এবং নিউ নেশনের আনিসুল ইসলাম ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যপদসহ মোট ১৮টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ৩টি সম্পাদকীয় পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের মুনতাসীর মামুন, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক কালবেলা’র মো. মজিবুর রহমান এবং কল্যাণ সম্পাদক পদে আমাদের অর্থনীতি’র আজাদ হোসেন সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।