Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ আটে ইনকিলাব

প্রাণ-ডিআরইউ মিডিয়া ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

প্রাণ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে দৈনিক ইনকিলাব। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ ফাইনালের লড়াইয়ে ইনকিলাব ২-০ গোলে হারায় দৈনিক মানবজমিনকে। ফারুক হোসাইনের গোলে এগিয়ে যাবার পর ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসিন রানা। মাঠজুড়ে দাপিয়ে বেড়ানো দুর্দান্ত রানা হয়েছেন মাচসেরা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সমকালকে ৫-০ গোলে উড়িয়ে আসর শুরু করে ইনকিলাব। পরের ম্যাচে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকাটি ১-০ গোলে হারায় রাউজিংবিডিকে। একই ভেন্যুতে আজ শেষ আটে ইনকিলাবের প্রতিপক্ষ ঢাকা পোস্ট। একই দিন অপর কোয়ার্টার ফাইনালে খেলবে চ্যানেল আই-আরটিভি, বিজনেস স্ট্যান্ডার্ড-চ্যানেল ২৪ ও বৈশাখী টিভি-৭১ টিভি। আগামীকাল একই দিনে হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ-ডিআরইউ মিডিয়া ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ