Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপিলে মনোনয়নপত্র বৈধ হলো খোরশেদ ও ফয়েজের

নাসিক নির্বাচন

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : আপিল করে মনোনয়নপত্রের বৈধতা পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ। গতকাল  বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে তারা প্রার্থীতা ফিরে পান।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর নাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ঋণখেলাপি থাকার অভিযোগে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।
এরপর মনোনয়নপত্রের বৈধতা প্রমাণের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করেন খোরশেদ। সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা চলতি মাসের ২০ তারিখেই প্রদান করে দিয়েছেন, কিন্তু তার বিবরণী সময়মতো বাংলাদেশ ব্যাংকে পৌঁছায়নি বলে জানিয়েছিলেন তিনি। তারই প্রেক্ষিতে বুধবার আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধতা পায়। মনোনয়নপত্রে বৈধতা পেয়ে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।
গত ২৬ নভেম্বর নাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ঋণ খেলাপি থাকার অভিযোগে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহ ফয়েজউল্লাহ ফয়েজের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।
এরপর মনোনয়নপত্রের বৈধতা প্রমাণের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করেন ফয়েজ। সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা যথাসময়েই পরিশোধ করে দিয়েছেন কিন্তু তার বিবরণী সময়মতো বাংলাদেশ ব্যাংকে পৌঁছায়নি বলে জানিয়েছিলেন তিনি। তারই প্রেক্ষিতে বুধবার আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধতা পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আপিলে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ