Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে পকেট কাটার আরেক আসামী গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ৪:৩৫ পিএম

খুলনার পাইকগাছায় গত মঙ্গলবার (২ আগস্ট) সাংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ কপিলমুনি বধ্যভূমি পরিদর্শনকালে পকেট কাটার আরেক আসামী গ্রেফতার হয়েছে। আজ সোমবার সকালে রূপসা থানার সহতায় পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন ও সুকান্ত কর্মকার তাকে আটক করে। গ্রেফতার ওই ব্যক্তি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের চান্দুয়া সরদারেরর ছেলে ইসমাইল সরদার (৫৫)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাকবির হোসেন জানান, এর আগে ইসহাক শেখকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে ইসমাইল সরদারকে রূপসা বাস স্ট্যান্ড এলাকার বড় বাড়ী খালপাড় ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সে ইসাক শেখের সাথে পকেট কাটার কথা স্বীকার করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে পকেট কাটা সঙ্গবদ্ধ চক্রকে ধরা হয়েছে। তাদের সাথে যারা রয়েছে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আজ সোমবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ