Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিকসহ অন্যান্য সংগঠনের শ্রদ্ধা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৭:০৫ পিএম

শোকের মাস আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার দুপুর দুপুরে জাতীয় প্রেস কাউন্সিল, জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাংবাদিক পরিবার বহুমূখি সমবায় সমিতি লিঃ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, টি,ভি ক্যামেরা জার্নাািলষ্ট এসোসিযেশন (টিসিএ), বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা জানান।
পরে সাংবাদিক নেতৃবৃন্দ বাংলাদেশ পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি (অব.) মোঃ নিজামুল হক নাসিম, সদস্য ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, মঞ্জুরুল আহসান বুলবুল, মোজাফ্ফর হোসেন পল্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক চৌধুরী, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ আলম তপু, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সাংবাদিক নেতা আবু জাফর সূর্য, আব্দুল কুদ্দুস আফ্রাদসহ বিভিন্ন বিভাগ ও জেলার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সারা দেশ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা সাংবাদিকদের উপস্থিতি সমাধিসৌধ কমপ্লেক্স সাংবাদিকদের এক মিলন মেলায় পরিনত হয়। এছাড়া জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ। এ সময় রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতান, মহাসচিব আরিফুর রহমান , সহ-সভাপতি আনোয়ার হোসেন, শেখ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মকবুল আহমেদ, শাহরিয়ার হোসেন, ইমাম আব্দুল্লাহ প্রমূখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ