Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল যেন মৃত্যু যান

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

দিন দিন সড়কপথে বেড়েই চলেছে লাশের মিছিল। মোটরসাইকেলের নামই যেন হয়ে যাচ্ছে মৃত্যু যান। সাম্প্রতিক সময়ে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশংকাজনক বৃদ্ধি পেয়েছে। চলতি বছর শুধু ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদে বাড়ি যাওয়া নিয়ে ১৩ দিনে ৩০০ জনের অধিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারমধ্যে ১২৭ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জুন মাসে দেশে ৪৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫২৪ জন নিহত হয়েছেন ও ৮২১ জন আহত হয়েছেন। সারাদেশে ৪৭৬টি দুর্ঘটনার মধ্যে ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন, যা নিহতের ৩৮.৯৩ শতাংশ। এক্ষেত্রে মোট দুর্ঘটনার ৪২.১৮ শতাংশ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলে। তাই, মোটরসাইকেল আরোহী ও সংশ্লিষ্ট প্রশাসনকে এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সচেতন থাকতে হবে অভিভাবকদেরও।

আফিয়া সুলতানা একা
পূর্বধলা, নেত্রকোণা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন