Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণভোটে গর্ভপাতের পক্ষে রায় ক্যানসাসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গণভোটে গর্ভপাতের অধিকার সুরক্ষিত রাখার পক্ষে রায় দিয়েছে রক্ষণশীল মার্কিন অঙ্গরাজ্য ক্যানসাস। অঙ্গরাজ্যের সংবিধান সংশোধন করে গর্ভপাতের অধিকার বাতিলের বিষয়টি যুক্ত করতে চান না বলেই মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ভোটার। স¤প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেন। সর্বোচ্চ আদালতের রায় ছিল, এটি কেন্দ্রীয় সংবিধানে সুরক্ষিত কোনো অধিকার নয়। তার পর থেকে এবারই প্রথম নির্বাচনী পরীক্ষার মধ্য দিয়ে পার হলো এ ইস্যুটি। ভোটের রায় বিপরীতে গেলে, আইনপ্রণেতারা ক্যানসাসে গর্ভপাত বাতিল বা সীমিত করতে পদক্ষেপ নিতে পারতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৬০ শতাংশেরও বেশি ভোটার অঙ্গরাজ্যের নারীদের গর্ভপাতের অধিকার সুরক্ষার পক্ষে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাত অধিকারকে সুরক্ষা দেওয়া ঐতিহাসিক ‘রো বনাম ওয়েড’ মামলার রায় উল্টে দেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ভোটারদের জন্য গর্ভপাত অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ক্যানসাসের গণভোটের ঘটনার মধ্য দিয়ে তার সে অভিমতই স্পষ্টভাবে প্রমাণিত হলো। গণভোটের ফলাফল প্রসঙ্গে বাইডেন মন্তব্য করেছেন, ‘বেশির ভাগ আমেরিকান একমত যে নারীদের গর্ভপাতের অধিকার থাকা উচিত।’ ক্যানসাসের এ ভোটের ফলকে মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ রক্ষণশীল অঙ্গরাজ্যটিতে মাত্র দুই বছর আগেই ১৫ পয়েন্টে জিতেছিলেন সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্যবেক্ষকরা বলছেন, গর্ভপাত অধিকার উল্টে দেওয়ার বিষয়টি নিয়ে মার্কিনরা যে গভীরভাবে নাখোশ এটি তারই ইঙ্গিত। জুনের ২৪ তারিখে দেওয়া সুপ্রিম কোর্টের আলোচিত ওই রায়ের পর ১২টির বেশি রিপাবলিকান-নেতৃত্বাধীন অঙ্গরাজ্য গর্ভপাতকে নিষিদ্ধ বা সীমিত করার পদক্ষেপ নিয়েছে। ক্যানসাসসহ ১০টি অঙ্গরাজ্যের সংবিধানে গর্ভপাতের অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে, যা শুধু গণভোটের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। ক্যালিফোর্নিয়া ও ভারমন্টের মতো অন্য কিছু অঙ্গরাজ্য নিজেদের সংবিধানের গর্ভপাত অধিকার প্রশ্নে নভেম্বরে গণভোটের আয়োজন করবে বলে জানা গেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্ভপাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ