মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাইল্যান্ডে বিদ্যমান গর্ভপাতবিরোধী আইনগুলোকে অসাংবিধানিক বলে সেগুলো সংশোধনের নির্দেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। দেশটিতে জন্মদান সম্পর্কিত অধিকার প্রতিষ্ঠায় এই নির্দেশকে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, থাইল্যান্ডে ইচ্ছাধীন গর্ভপাত নিষিদ্ধ। তবে সন্তান জন্মদানে মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকলে, ভ্রুণটি মধ্যে বংশগত রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকলে, ধর্ষণের ফলে গর্ভবতী হলে বা প্রস‚তির বয়স ১৫ বছরের কম হলে গর্ভপাতের অনুমোদন রয়েছে। কিন্তু, অন্য একটি আইনে, গর্ভপাত করেছেন এমন কোনো নারীর বিরুদ্ধে মামলা দায়ের করার সুযোগ রয়েছে। এতে অভিযুক্ত নারীকে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড দেয়ার ও ১৯১ ডলারের বেশি জরিমানা করার নিয়ম রয়েছে। থাইল্যান্ডের শীর্ষ আদালত, বৃহস্পতিবার এই আইনের তীব্র সমালোচনা করেছেন। আদালত বলেন, এই আইন সংবিধান পরিপন্থী। এ সময় আদালত, সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত সম্পর্কিত ধারার উদাহরণ টানেন। বলেন, স্বাধীনতা ও জীবনের ব্যাপারেও নারী-পুরুষের সমান অধিকার রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।