Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিটি আলো-বাংলাদেশ ওমেন চেম্বার সমঝোতা চুক্তি সই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৬:২৪ পিএম | আপডেট : ৬:৫৪ পিএম, ৪ আগস্ট, ২০২২

সম্প্রতি সিটি আলো ও বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অফিসে এই চুক্তি সই হয়।

এই চুক্তির আওতায়, সিটি আলো ও বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কৌশলগত অংশিদারিত্বে আর্থিক সাক্ষরতা কর্মসূচী ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নে যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যের আর্থিক পরিসেবার প্রাপ্ততা নিশ্চিত করবে।

সিটি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ শফিউল আমিন ও বাংলাদেশ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ চুক্তিপত্রে সই করেন। এ সময় সিটি ব্যাংকের হেড অব স্মল বিজনেস মোহাম্মদ কামরুল মেহেদী, হেড অব সিটি আলো নাসরিন আক্তার ও বিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি সই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ