Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:১৭ এএম

পাওয়ার অব সাইবেরিয়া পাইপ লাইন দিয়ে চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম সোমবার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে চীনে গ্যাসের রফতানি বেড়েছে ৬০.৯ ভাগ। বিশেষ করে জুলাই মাসে চুক্তির চেয়েও প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাজপ্রম বলছে, ঐতিহাসিক চুক্তির চেয়ে প্রতিদিন প্রায় তিন গুণ বেশি গ্যাস সরবরাহ করা হয়। কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটসের বাইরের দেশগুলোতে সে তুলনায় গ্যাস সরবরাহ শতকরা ৩৪.৭ ভাগ কমানো হয়েছে। তবে ক্রেতা দেশগুলোর অনুরোধ অনুসারেই গ্যাসের সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে গ্যাজপ্রম । প্রাথমিক তথ্য অনুসারে- চলতি ২০২২ সালের প্রথম সাত মাসে বৈশ্বিক চাহিদা অনুসারে প্রায় ৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস কম রফতানি হয়েছে। ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এবং রাশিয়ার পাল্টে নিষেধাজ্ঞার কারণে গ্যাসের এই রফতানি ঘাটতি দেখা দিয়েছে। আরটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ