Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর-ময়মনসিংহ ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক শেরপুর ও ময়মনসিংহের ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়েছে। গতকাল শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাগতিকরা ১-১ গোলে ড্র করে ময়মনসিংহের বিপক্ষে। প্রথমার্ধে ময়মসসিংহ ১-০ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে শেরপুর সমতা আনলে শেষ পর্যন্ত অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। ম্যাচের ৩৯ মিনিটে ময়মনসিংহের স্ট্রাইকার শরিফ গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। গোলশোধে মরিয়া শেরপুর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে। শেষ পর্যন্ত সফল হয় তারা। ম্যাচের ৮৩ মিনিটে শেরপুরের ডিফেন্ডার আতিক গোল করে সমতা আনেন (১-১)। ম্যাচ শেষে অ্যাডভোকেট এম এ ছামাদ মেমোরিয়াল একাডেমীর সৌজন্যে সেরা খেলোয়াড়ের পুরষ্কার দেয়া হয়। শেরপুরের গোলদাতা আতিকের হাতে ম্যাচ সেরার পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক ডা. এ পারভেজ রহিম ও পরিচালক প্রশান্ত কুমার সাহা। বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে শেরপুর তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হার নিয়ে তিন পয়েন্ট পেয়েছে। অপর তিন দল একটি করে ম্যাচ খেলে নেত্রকোনা এক জয়ে ২ ও ময়মনসিংহ এক ড্র’তে ১ পয়েন্ট পেলেও জামালপুর কোন পয়েন্ট পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ