পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র কাবা শরীফের ওপর শিব মূর্তি বসিয়ে ছবি পোস্ট দেয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার কালাই শ্রীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের বেনু মিয়ার ছেলে। সে স্থানীয় হরিণবেড় বাজারের আল আমিন সাইবার ক্যাফের স্বত্বাধিকারী। নাসিরনগরে অতিসম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরপরই সে পালিয়ে যায়। এ পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে ১০২ জনকে। পুলিশের ধারণা, জাহাঙ্গীরই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট করেছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিরনগরের ঘটনার অন্যতম আসামি জাহাঙ্গীর। তাকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।