Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১:০২ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে স্থানীয়রা এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, এখন সুস্থ্য আছে, আমরা সার্বক্ষনিক খোঁজখবর রাখছি।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, রাত আনুমানিক ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই।

পরে আমরা বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত (পুত্র) নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, রাতে একদিন বয়সী এক নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। পরে শিশুটির অবস্থা দেখে তাকে দ্রæত নীবিড় পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়। তবে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এসআই ইউনুস আলী আরও বলেন, নবজাতকের বাবা-মাকে খোঁজে বের করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ