নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : এক সময়ে আসিফ আকবর ছিলেন ক্রিকেটার। পরবর্তীতে জনপ্রিয় কণ্ঠশিল্পী। পেয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কার, গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছুটে আসা তার অভ্যেসে পরিণত। বাংলাদেশ ক্রিকেট দলের থিম সং ‘বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ’, তারই কণ্ঠে উঠেছে বেজে। বরিশাল বুলসের থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। বরিশাল বুলসের মালিকপক্ষের সঙ্গে সংযুক্ত তিনি। সম্প্রতি রংপুর রাইডার্স ক্রিকেটার জপিটার ঘোষ টিম ম্যানেজার সানোয়ারের বিপক্ষে ফিক্সিংয়ের মতো অনৈতিক প্রস্তাবের অভিযোগ তুলে আসরটির গায়ে দিয়েছেন কালিমা। তার রেশ থাকতে থাকতে গায়ক আসিফ আকবর বরিশাল বুলসের উপর্যুপরি হারে বিরক্ত হয়ে এই দলটির ক্রিকেটারদের দিকে ছুড়েছেন অভিযোগের তীর। দলটির ক্রিকেটারদের অভিব্যক্তিতে ফিক্সিংয়ের গন্ধ পেয়েছেন, গত সোমবার ফেসবুকে এমন ধারণা পোষণ করে বিপিএলের চলমান আসরকে করেছেন প্রশ্নবিদ্ধ! নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেছেনÑ ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। অন্য কোনো দলের কথা আমি বলবো না। তবে আমার দল বরিশাল বুলসের বিদেশি এবং দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত, এটা নিশ্চিত। প্রমাণ নেই। বিসিবি এবং আকসু যদি তীক্ষè দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবেন আমার বিশ্বাস। গরিব দল বুলস, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য খারাপ লাগছে। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আত্মঘাতী গোলে হেরে যাওয়ার জন্য বরিশাল বুলসের জন্য সমবেদনা। ছিলাম, আছি, থাকবো ক্রিকেটের সঙ্গে।’
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের এই লেখাটির জবাব দিয়েছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমÑ ‘কি আর বলব। শোনার পর এবং লেখাটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশে সেলিব্রেটি এবং শিক্ষিত একজন মানুষ। তার মুখ থেকে এরকম কথা আসবে বা এরকম কিছু লিখবেন, এটা লজ্জাজনক। আমি যে দলেই খেলি না কেন, এই দলেও আমরা দেশি-বিদেশি সবাই এত কষ্ট করে খেলছি, এত পেশাদারিত্ব দেখাচ্ছি, এটাই আমাদের রুটি-রুজি। এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করে, এর চেয়ে বড় খারাপ কিছু আর হতে পারে না।’
প্রমাণ ছাড়া নিশ্চিত করে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন কীভাবে আসিফ আকবর, সে প্রশ্ন মুশফিকেরÑ ‘উনি এসব মাথা ঠিক অবস্থায় লিখেছেন, নাকি বেঠিক অবস্থায় লিখেছেন, তা জানি না। কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশি বা বিদেশি খেলোয়াড় জড়িত, এ প্রশ্ন উনাকে করতে ইচ্ছে করছে। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরনের ভাষা!’
এ ধরনের মন্তব্য করে, দলের গায়ে কলঙ্ক দেয়ায় গায়ক আসিফ আকবরকে পাগল বলে উল্লেখ করেছেন মুশফিকুর রহিমÑ ‘তারও খেলার প্রতি নেশা আছে, অনেকভাবে জড়িত ছিলেন। এ ধরনের লোকের কাছ থেকে এরকম অভিযোগ হতাশাজনক। উনি বলতে পারতেন যে আমাদের খেলায় উনি আপসেট। উনি কেন, বরিশালবাসী সবাই আপসেট। ভালো করতে পারছি না, এটা অন্য কথা। কিন্তু উনি যেভাবে লিখেছেন, পাগল ছাড়া একজন মানুষের পক্ষে এ ধরনের লেখা সম্ভব নয়। ’
তবে বরিশাল বুলসের অন্যতম মালিক এম এ আউয়াল চৌধুরী ভুলু আসিফ আকবরের এ ধরনের মন্তব্যের সূত্র ধরে দলটির অনৈতিক কিছুতে জড়িয়ে পড়ার আলামত পাচ্ছেন নাÑ ‘এবার কম বাজেটের টিম বানিয়েছি, এটা ঠিক। তারপরও ঢাকায় টানা তিন ম্যাচ জিতে চট্টগ্রামে একটার পর একটা ম্যাচ হেরে রিদম হারিয়েছি। সেই রিদম আর ফিরে পাইনি। সেজন্যই নানাজন নানা কথা বলছে। আসিফ আমাদের টিম সং গেয়েছে, বরিশাল বুলসের শুভেচ্ছা দূত সে। সব সময় টিমের সঙ্গে থাকে সে চট্টগ্রামেও দলের সঙ্গে ছিল। খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশ বলেই হয়তবা এমন কিছু লিখেছে। কিছু একটা বলে যদি ক্রিকেটারদের স্পিড বাড়ানো যায়, তা মনে করেই এমন কিছু বলেছে। তবে আমার দলে এ ধরনের কিছুর সুযোগ নেই। এ ধরনের কোনো কিছু হয়েছে বলেও মনেও হয় না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।