Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেরপুরে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৭:২৭ পিএম

শেরপুর শহরের একটি ইলেক্ট্রনিক্স ও একটি বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার
টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২ আগস্ট
মঙ্গলবার দুপুরে প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ওই
অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শেরপুর
শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ওইসময় মোড়কজাত পণ্যে সর্বোচ্চ
বিক্রয় মূল্য (এমআরপি) না থাকার অভিযোগে শহরের রঘুনাথবাজারস্থ মিলন
ইলেক্ট্রনিক্স শো-রুমে ১০ হাজার টাকা ও মুন্সিবাজার এলাকায় তাজ বেকারিতে
১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল
আহমেদ জানান, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা
করছি। আজ অভিযানকালে দুইটা প্রতিষ্ঠানে প্যাকেটজাত পণ্যের গায়ে এমআরপি
না থাকায় এবং কিছু বিদেশী পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার না থাকার
কারণে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ