Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ কিশোরগ্যাং এর ৩সদস্য আটক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৬:১৫ পিএম | আপডেট : ৬:৪০ পিএম, ২ আগস্ট, ২০২২

সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দু’টি পাইপগান জব্দ করা হয়। আটককৃত তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নদনা ইউনিয়নের কালুয়াই গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, পূর্ব কালুয়াই গ্রামের রফিক উল্যার ছেলে ফাহাত হোসেন (১৯), শরাফত হোসেনের ছেলে নাহিদ (১৯) ও তার ভাই আজিম (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসির নেতৃত্বে একটি দল সোনাইমুড়ীর নদনা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে পূর্ব কালুয়াই এলাকা থেকে কিশোর গ্যাং এর তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ফাহাতের শরীরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজিমের বাড়িতে পুনঃরায় অভিযান চালিয়ে তার রান্না ঘরের ওপরে রাখা আরও একটি পাইপগান জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। এছাড়াও তারা অস্ত্র ব্যবসার সাথেও জড়িত। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ