Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৫:৫৯ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা (৩৮) মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা কাজীপাড়া এলাকার তার বাড়িতে অভিযানে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।
নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক সরিফুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করে।

মামলা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আট টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপাড়া এলাকার রুপার বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তর। এসময় বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাসী করে ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা পাওয়া যায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রুপাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে একটি মামলা করে। তারা আদালতের মাধ্যমে রুপাকে জেলা কারাগারে পাঠিয়েছে।

প্রসঙ্গত, সহিদা বেগম রুপার বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে। গত ২০২১ সালের ২১ এপ্রিল ইয়াবা নিয়ে গন্ডোগোলে দুই মাদকসেবীর হাতে খুন হন তার স্বামী ডোমারের মাদক সম্রাট মিজানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ