মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সোমবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনা ও পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে তিনি নিহত হন।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনীর বন্দুক হামলার শিকার হওয়ার পর জেনিন সরকারি হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র তার নাম ধিরার রিয়াদ আল-কাফরিনি বলে জানায়।
গত মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫৫ ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ পশ্চিম তীরের।
একই সময়ে প্রধানত ফিলিস্তিনি নাগরিকদের হামলায় ১৯ জন নিহত হন। এদের অধিকাংশ ইসরাইলি বেসামরিক নাগরিক। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।