Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চিটাগাং চেম্বারের এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ড অর্জন

কর্পোরেট ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসা-বাণিজ্য ও সমাজের প্রতি সেবামূলক কর্মকাÐের স্বীকৃতিস্বরূপ এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। তাইওয়ানের রাজধানী তাইপেতে কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) ৩০তম কনফারেন্স এই পুরস্কারে ভ‚ষিত হয় চেম্বার। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৭টি দেশের নেতৃস্থানীয় চেম্বারদের এই সংগঠন এবছর এশিয়া অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এতে চেম্বার সদস্য ও ব্যবসায়ী সমাজের প্রতি প্রদত্ত সেবা এবং সিএসিসিআইর কর্মকাÐ ও প্রকল্পে অংশগ্রহণের ভিত্তিতে অসামান্য অবদানের জন্য চিটাগাং চেম্বারকে স্বীকৃতি প্রদান করা হয়। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম কনফারেন্সে ‘ডিসকভারিং বিজনেস অপরচ্যুনিটিজ থ্রু সিএসিসিআই’-পার্ট ১ সেশনে স্পিকার হিসেবে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রশংসাপত্র লাভ করেন। সেশনে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। চিটাগাং চেম্বার সভাপতিকে পুরস্কার দুটি প্রদান করেন সিএসিসিআই প্রেসিডেন্ট জেমাল ইনাইশভিলি এবং ভাইস প্রেসিডেন্ট প্রদীপ কুমার শ্রেষ্ঠা। মাহবুবুল আলম প্রতিক্রিয়ায় বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে চিটাগাং চেম্বারের সহায়ক ও পরামর্শকের ভ‚মিকা বিশ্ব দরবারে স্বীকৃতি লাভ করেছে। তিনি এই অর্জনকে চেম্বার সদস্যবৃন্দ তথা এই অঞ্চলের ব্যবসায়ী সমাজের অবদান বলে উল্লেখ করে বলেন, এ পুরস্কার আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের কল্যাণে চেম্বারকে আরও অগ্রণী ভ‚মিকা পালনে উৎসাহ জোগাবে। অনুষ্ঠানে রিপাবলিক অব তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন, প্রধানমন্ত্রী মাও চি কুও, পররাষ্ট্রমন্ত্রী ড. ডেভিড তাওই লি, মন্ত্রীবৃন্দ, বিভিন্ন দেশের চেম্বার সভাপতিসহ খ্যাতনামা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ