Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও শোক দিবস পালনের প্রস্তুতি সভা

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৪:৫৯ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় দিবসটি যথাযোগ্যভাবে পালনে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা সকল সরকারী-বেসরকারী, অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, এতিমখানা-হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বাদ যোহর মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দিবসের আলোকে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার, মহিলা ও শিশু বিষয়ক কমকর্তা আরধনা কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কমকর্তা সৈয়দ কামরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্চয় ঘোষ মিটু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব প্রমুখ।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ