Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপমৃত্যু বাড়ছেই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

সৃষ্টির মৃত্যু অবধারিত। কিন্তু তাই বলে কেউই চায় না তার অপমৃত্যু হোক। অথচ, দেশে অপমৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ চূড়ায়। বলছি দেশের অব্যবস্থাপনা নিয়ে, সড়কপথে মৃত্যু নিয়ে, রেল ক্রসিংয়ে মৃত্যু নিয়ে, শিল্প কারখানার আগুনে মৃত্যু নিয়ে। মাঝে মধ্যে ক্ষতিপূরণ দিয়ে এই অপমৃত্যুর দায় এড়ানোর চেষ্টা হয়। কিন্তু এভাবে কি একটি জীবনের মৃত্যুর বিনিময় হয়? তাই, এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনসাধারণের মূল্যবান জীবনের কথা ভাবুন। আমরা আসলে ক্ষতিপূরণ চাই না, স্বান্তনা চাই না, আমরা চাই জনকল্যাণ, জন-নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রশাসন পারবে কি জীবনের নিরাপত্তা দিতে? শুধু মুখের বুলি না ছুঁড়ে, কাগজে কলমের বিবৃতিকে , কাজের মাধ্যমে প্রমাণ করতে? আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।

সিফাত রাব্বানী
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন