মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন বিমান বাহিনী এবং নৌ বাহিনীর কয়েক শ’ যুদ্ধবিমানকে উড্ডয়ন নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। এসব বিমানে পাইলট এজেক্ট করার সিস্টেমে ত্রুটি ধরা পড়া পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। নৌ বাহিনী তাদের অজ্ঞাত সংখ্যক এফএ ১৮ হর্নেট, এফএ ১৮ ই এফ সুপার হর্নেট, ইএ১৮ জি যুদ্ধবিমান, জি ৪৫ গোসহক এবং এফ ৫ টাইগার টু ট্রেনিং বিমান উড্ডয়ন নিষিদ্ধের আওতায় আনার পর বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আসে। শুক্রবার বিষয়টি নিয়ে মিলিটারি ডট কম ওয়েবসাইট প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন যুদ্ধবিমানে ইজেকশন সিট নির্মাণ করে থাকে বৃটেনভিত্তিক মার্টিন বেকার কোম্পানি। এই কোম্পানি মার্কিন যুদ্ধবিমান এবং বিদেশি বিমানের জন্য ইজেকশন গিয়ার তৈরিতে বিশেষভাবে পারদর্শী। কোম্পানিটি মার্কিন যুদ্ধবিমানের যেসব ইনজেকশন সিট নির্মাণ করেছে তার অনেকগুলো এখন ঠিকমতো কাজ করছে না যেগুলো পুনঃস্থাপন করা দরকার। মার্কিন বিমান বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সমস্ত এফ-৩৫ ফাইভ এ লাইটিং টু বিমানের মার্টিন বেকার ত্রুটিযুক্ত হওয়ায় উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। মিলিটারি ডট কম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।