Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দোষারোপ করার ইউক্রেনীয় প্রচেষ্টাকে নিন্দা রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৬:৪৬ পিএম | আপডেট : ৬:৪৭ পিএম, ৩১ জুলাই, ২০২২

জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি টুইটারে লিখেছেন, ইউক্রেন ডোনেটস্ক পিপলস রিপাবলিকের একটি প্রাক-বিচার আটক কেন্দ্রে হামলার জন্য মস্কোকে দোষারোপ করার নিরর্থক প্রচেষ্টা করছে।

‘নাৎসি ইউক্রেন এ অপরাধের জন্য আমাদের উপর দোষ চাপানোর নিরর্থক প্রচেষ্টা করেছে। তারা বুদ্ধিমান হলে মার্কিন সরবরাহকৃত হিমারস রকেট লঞ্চার ছাড়া অন্য কিছু দিয়ে এ হামলা করতে পারত,’ টুইটে লেখা হয়েছে। এর আগে, কূটনীতিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছিলেন যে, এ হামলা কেবলমাত্র আরও ইউক্রেনীয় সেনা সদস্যদের আত্মসমর্পণ করতে উৎসাহিত করবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভের মতে, ২৯ জুলাই, ইউক্রেনীয় সামরিক বাহিনী মার্কিন তৈরি হিমারস রকেট সিস্টেম ব্যবহার করে ইয়েলেনোভকা বসতিতে একটি প্রাক-ট্রায়াল ডিটেনশন সেন্টারে গোলা চালায় যেখানে আজভের সদস্যদের সহ বন্দী ইউক্রেনীয় সেনাদের রাখা হয়।

ব্যাটালিয়ন সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় ৫০ ইউক্রেনীয় সার্ভিস সদস্য নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। সূত্র: তাস।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ