মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথম অস্বীকার। একদিনের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে ‘আসল সত্যি’ জানাল শ্রীলঙ্কা সরকার। আগামী মাসেই দ্বীপরাষ্ট্রে আসবে চীনের ‘গবেষণা সংক্রান্ত’ জাহাজ। সরকারিভাবে শনিবার সেই তথ্য সামনে এনেছে কলম্বো।
শনিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রণালয়ের তরফে চীনা জাহাজ আসার খবর জানানো হয়। ‘আগামী মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত হাম্বানটোটা বন্দরে থাকবে চীনের গবেষণা সংক্রান্ত এই বিশেষ জাহাজ। মূলত জ্বালানি নিতে ওই বন্দরে নোঙর করবে জাহাজটি।’ সাংবাদিক বৈঠকে এদিন জানান শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল নলীন হেরাথ।
গত বছর থেকেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। বেইজিংয়ের সেখানে গবেষণা সংক্রান্ত জাহাজ পাঠানো নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার দাবি, চীনের এই জাহাজ থেকে কৃত্রিম উপগ্রহ-র উপর নজরদারি চালানো সম্ভব। হঠাৎ করে ভারত মহাসাগরীয় এলাকায় এই ধরনের একটা জাহাজ পাঠানোয় বাড়ছে সন্দেহ। ‘গোটা ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে। আর্থিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় ব্যাহত হলে ছেড়ে কথা বলা হবে না।’ শুক্রবার জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
অন্যদিকে এই নিয়ে চীনের গলায় পালটা হুঁশিয়ারর সুর শোনা যাওয়ায় চড়ছে উত্তেজনার পারদ। জাতীয় স্বার্থে সামদ্রিক কার্যকলাপে অন্য দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে হুমকি দিয়েছে বেইজিং। এই নিয়ে শনিবার অবশ্য নতুন করে কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি। পাশাপাশি শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, একাধিক দেশের জাহাজ বিভিন্ন সময় জ্বালানি বা অন্য কোনও সামগ্রীর প্রয়োজন বন্দরে এসেই থাকে। এর মধ্যে নতুন কিছু নেই। সূত্র: দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।