Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো করোনায় আক্রান্ত জো বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৯:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ওকনর এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ডা. কেভিন ওকনর বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় চিকিৎসার প্রয়োজন নেই। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। জো বাইডেনের পুনরায় আক্রান্ত হওয়াকে ‘রিবাউন্ড’ বা প্রতিঘাত সংক্রমণ বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের পরীক্ষা করেছেন জো বাইডেন। চারবারই ফল নেতিবাচক এসেছিল। কিন্তু শনিবারে আবার ফল ইতিবাচক আসে।
জো বাইডেন স্থানীয় সময় শনিবার এক টুইটার পোস্টে বলেছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তবে আশপাশের সকলের সুরক্ষার জন্য তিনি বিচ্ছিন্ন থাকবেন।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার ব্যাপারে ডা. কেভিন বলেছেন, প্রেসিডেন্টকে প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করছেন।
এর আগে গত ২১ জুলাই মৃদু উপসর্গ নিয়ে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিল ৭৯ বছর বয়সী জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল, কোভিড আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিনি।
তখন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চার দিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরায়েল, ফিলিস্তিন এবং সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন তিনি। সূত্র : বিবিসি, আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ