Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারিতে শোকের মাতম, জানাজায় জনস্রোত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১০:৪৫ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের জানাজায় মানুষের ঢল নেমেছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে জানাজার জন্য নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ হাটহাজারির আমানবাজার খন্দকিয়া গ্রামে নেওয়া হলে শত শত মানুষের ঢল নামে।

একই দিনে একই এলাকার এতো তরুণ প্রাণের মৃত্যুর বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই জানাজায় অংশ নেওয়া মানুষ কান্নায় ভেঙে পড়েন।

জানাজার খবরটি জানতে পেরে সকাল থেকেই খন্দকিয়া গ্রামে ঢল নামে মানুষের। শেষবারের জন্য চিরচেনা মুখগুলোকে দেখতে আবালবৃদ্ধবনিতার স্রোত নামে হাটহাজারির গ্রামটিতে।

মরদেহগুলো এক এক করে জানাজার জন্য আনা হলে কফিনগুলো ঘিরে কান্নার রোল পড়ে। স্বজনদের গগণবিদারী চিৎকারে জানাজায় অংশ নিতে আসা কেউ কান্না চেপে রাখতে পারেননি। সবার চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা।

এরপর সকাল ১০টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সব শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গতকাল দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। তাদের ১০ জনই হাটহাজারীর জুগিরহাট আর অ্যান্ড জে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক। অন্যজন মাইক্রোবাসটির চালক।

নিহতরা হলেন-হাটহাজারি উপজেলার আজিম সাব রেজিস্ট্রার বাড়ির হাজি মো. ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।



 

Show all comments
  • Abdullah ৩০ জুলাই, ২০২২, ৩:২৭ পিএম says : 0
    إن الله حفيظ عليم
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ