Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সতর্কতা জীবন বাঁচায়

মো. হামিদুর রহমান | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

যাতায়াতের সবচেয়ে সহজ ও দ্রæত মাধ্যম হচ্ছে মোটরসাইকেল। শুধু বাংলাদেশে নয় প্রতিটি দেশে মোটরসাইকেল একটি অল্প সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার সহজ মাধ্যম। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রতিটি দুর্ঘটনার মধ্যে কম বেশি মোটরসাইকেলের জড়িয়ে আছে। যত দিন যাচ্ছে তত মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলছে। এটি দ্বিগুণ আকারে দেখা যায় যখন ঈদ আসে। বিভিন্ন পত্র-পত্রিকায় দেখা যায় ঈদের আগে ও পরের কয়েকদিনে মোটরসাইকেল দুর্ঘটনা অতিরিক্ত বেড়েছে এবং দুর্ঘটনার বড় অংশের কারণ্যা কিশোররা। মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমের খবর দেখে বুঝায় যায় বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার প্রায় ৮০ ভাগ হচ্ছে কিশোর, যাদের বয়স ২০ এর নিচে। কম বয়সী ছেলেরা মোটরসাইকেল সহজে হাতে পেলে অতি আনন্দিত, প্রথম গাড়ি চালানোর মজা ও উত্তেজনা, যত খুশি গতি বৃদ্ধির কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়। মোটরসাইকেল দুর্ঘটনা থেকে বের করে আনতে হলে আমার আপনার সচেতনতা বাড়াতে হবে। মনে রাখতে হবে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চানানো যাবে না। মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রশাসনকেও মোটরসাইকেল দুর্ঘটনা রোধে সচেতন হতে হবে।

গণমাধ্যমকর্মী, ঢাকা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন