Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী শাসকগোষ্ঠীর হাতে মায়ের কোলের শিশুও নিরাপদ নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৭:৪৯ পিএম

আওয়ামী শাসকগোষ্ঠীর হাতে মায়ের কোলের শিশুও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে ৬ মাস বয়সী সুমাইয়া নামের এক শিশুর মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মানুষের জীবনের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ক্ষমতাবিলাস, দুর্নীতির ওপর অবাধ লাইসেন্স, আইনের শাস্তি থেকে অপরাধীদের রেহাই বর্তমান আওয়ামী শাসনের নমূনা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী-নেতারা হৃদয়হীন, দাম্ভিক ক্রুদ্ধ হুংকার আর ভর্ৎসনাপূর্ণ বক্তব্য দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে নিতে চায়। এর ওপর দলীয় চেতনায় উদ্বুদ্ধ লোকদের দিয়ে প্রশাসনকে সাজিয়ে জনগণকে শায়েস্তা করতে কাজে লাগানো হচ্ছে। আর বেআইনীভাবে কাজে লাগাতে গিয়ে শুধুমাত্র বিএনপিসহ বিরোধী দল নয়, এদের রক্তাক্ত সহিংসতার শিকার হচ্ছে শিশু-বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন বয়েসী মানুষ। গুম-খুন আর লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় সরকার দেশকে এমন এক নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে, এর পরে ‘এসওএস’ বার্তা দিয়েও নিজেদের পতন থেকে তারা রেহাই পাবে না।

তিনি বলেন, বিরোধীদলহীন জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন হচ্ছে সেটিও শান্তিপূর্ণ করতে পারেনি তথাকথিত নির্বাচন কমিশন। বর্তমান সরকার ও এদের নির্বাচন কমিশন ভোটারদের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন অতীতেও করেনি, এখনও যে করবে না তার বহিঃপ্রকাশ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নির্বাচনকে কেন্দ্র করে শিশুর মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণের ঘটনা। আওয়ামী শাসকগোষ্ঠীর হাতে মায়ের কোলের শিশুও নিরাপদ নয়। প্রতিটি রক্তাক্ত ঘটনায় সরকারের প্ররোচণা রয়েছে। কারণ আওয়ামী লীগের ঐতিহ্য ও সংস্কৃতিতে রাজনৈতিক বহুত্ববাদের কোন স্থান নেই। এরা ন্যায়বিচার, ন্যায়পরতা ও ভিন্ন মতের প্রতি সহনশীলতা বরদাশত করে না। কোন রকমে ক্ষমতায় এসে তারা দুরভিসন্ধি আঁটতে থাকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। তবে দেশের অদম্য গণতান্ত্রিক শক্তি বর্তমান কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। যারা শিশুর রক্ত ঝরায় তাদের পতন অত্যাসন্ন।

বিএনপি মহাসচিব বিবৃতিতে পুলিশের গুলিতে নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতা কামনা করেন। বিএনপি মহাসচিব ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ