মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবৈধভাবে আটকে রাখা আফগানিস্তানের জাতীয় সম্পদ মুক্ত করে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ইভান নেচায়েভ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
‘আমাদের পক্ষ থেকে, আমরা আবারও (আফগানিস্তানের) জাতীয় সম্পদ তাদের জন্য মুক্ত করে দেয়ার প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছি,’ ২৬ জুলাই তাসখন্দে অনুষ্ঠিত আফগানিস্তানের আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলের বিষয়ে মন্তব্য করে রাশিয়ান কূটনীতিক বলেছিলেন।
ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্রদের দ্বারা আফগান তহবিলের অবৈধ দখল ২০ বছর ধরে আমেরিকান দখলের পরে আফগানিস্তানে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে বাধা দেয়, রাশিয়ান কূটনীতিক উল্লেখ করেছেন।
এর আগে, আফগানিস্তানের তালেবান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ইরান সফরে গিয়ে দেশটির সঙ্গে তেল আমদানির চুক্তি করেছে। আফগানিস্তানের গ্যাস ও তেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন রাশিয়া ও তুর্কমেনিস্তান থেকেও তেল আনার ব্যাপারে চুক্তি করা হবে। এরমাধ্যমে তেলের মূল্য স্থিতিশীল করা হবে। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।