Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভোগের প্রচ্ছদে সস্ত্রীক জেলেনস্কি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ২:৩২ পিএম

রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর পুরো বিশ্বের নজরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। এবার বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’র প্রচ্ছদেও ঠাঁই পেয়েছেন এই দম্পতি। শুধু তাই নয়, ভোগ’র কাছে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেমের গল্পও শুনিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ১৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ‘ভোগ’ তার সর্বশেষ ডিজিটাল কভারে জেলেনস্কির স্ত্রীর একটি ছবি পোস্ট করেছে। তারা ওই ছবিকে সাহসিকতার প্রতিকৃত বলে আখ্যায়িত করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভোগের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের যুদ্ধ নতুন একটি জটিল পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন।

সাক্ষাৎকারে আলাপকালে জেলেনস্কা জানান, হাইস্কুলে থাকার সময় তার স্বামীর সঙ্গে তার পরিচয় হয়। তখন তারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ক্রিভি রিহতে থাকতেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে জেলেনস্কির সঙ্গে প্রেম শুরু করেন তিনি।

অক্টোবর সংখ্যাতে জেলেনস্কার সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে বলে জানিয়েছে ভোগ।

এদিকে, এমন ছবি প্রকাশের পর অনেকে এর প্রশংসা করেছেন। আবার অনেকেই যুদ্ধের মধ্যে ম্যাগাজিনের জন্য এমন ছবি তোলায় জেলেনস্কি ও তার স্ত্রীর সমালোচনা করেছেন।

টুইটারে একজন ব্যবহারকারী লিখেছেন, হয় আপনি শত্রুকে গুলি করুন, না হলে ভোগ দ্বারা গুলিবিদ্ধ হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ