Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে “তরকারীতে তেল বেশি দেওয়ার কারণে গৃহবধুর সাত আঙ্গুল কর্তনের” ঘটনার সেই পাষন্ড স্বামী মোঃ আব্দুল হাই(৪৫) এক সহযোগীসহ গ্রেফতার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৫:০১ পিএম

নাটোরে “তরকারীতে তেল বেশি দেওয়ার কারণে গৃহবধুর সাত আঙ্গুল কর্তনের” ঘটনার সেই পাষন্ড স্বামী মোঃ আব্দুল হাই(৪৫) এক সহযোগীসহ গ্রেফতার করেছে নাটোর র‌্যাব ক্যাম্পের অপারেশন দল। বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে নাটোর সদও থানাধীন হালসা ইউনিয়নের সুলতানপুরস্থ এলাকায় আসামীর আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য দেন ক্যাম্পের চিফ শাহরিয়ার। তিনি জানান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন হালসা ইউনিয়নের সুলতানপুর গ্রামস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে নাটোর জেলার সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২৭/০৭/২০২২, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ১১(খ), জিআর ৫৫০/২২ (নাটোর) এর এজাহার নামীয় পলাতক আসামী বড়হরিশপুর ইউনিয়নের মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ আব্দুল হাই (৪৫) কে তার সহযোগী মোঃ রাব্বি মিয়া (২০) সহ গ্রফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ আব্দুল হাই (৪৫) ও তার সহযোগী মোঃ রাব্বি মিয়া (২০) গৃহবধূ মুক্তি খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হাসুয়া দিয়ে এলোপাথাড়ী আঘাত করে জখম করার কথা স্বীকার করে। আটককৃত আসামীদেরকে নাটোর জেলার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, রবিবার দুপুরে রান্নার তরকারীতে তেলের পরিমাণ বেশি হওয়ার অপরাধে স্ত্রী মোছাঃ মুক্তি খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে তার চেহারা জখম করা সহ তার ২ হাতের ৭টি অঙ্গুল কেটে ফেলে। পরবর্তীতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ