Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিজস্ব মহাকাশ স্টেশন বানাবে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১০:১৫ এএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহার করবে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ। তাঁর ভাষ্যমতে, গবেষণা চালিয়ে যেতে নিজস্ব মহাকাশ স্টেশন বানাবে রাশিয়া।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ প্রকল্প আইএসএস। ১৯৯৮ সাল থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তখন থেকে হাজার হাজার বৈজ্ঞানিক গবেষণা চালাতে ব্যবহার করা হয়েছে এ মহাকাশ স্টেশন।

১৯৯৮ সাল থেকেই যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ অন্যান্য অংশীদার দেশ সফলভাবে আইএসএসে কাজ করছে। এটির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। তবে বাকি অংশীদারদের সম্মতির ভিত্তিতে আরও ছয় বছর আইএসএসের মেয়াদ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর আইএসএস নিয়ে অংশীদারদের সঙ্গে তিক্ততা দেখা দেয় রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে এর আগেও অবশ্য মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছে মস্কো।

বৈঠকে রসকসমস প্রধান বলেন, ২০২৪ সাল নাগাদ নিজেদের একটি মহাকাশ স্টেশন প্রস্তুত করতে পারবে রাশিয়া। এ সময় পুতিন এ সিদ্ধান্তের সমর্থন জানান।

তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ