Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদি সংস্থা ইস্যুতে রাশিয়াকে ইসরায়েলের কূটনীতিক হুমকি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১০:৪৮ এএম

রাশিয়াতে কার্যক্রম চালানো ইহুদি সংস্থা ‘জিউইস এজেন্সি ফর ইসরায়েল’-এর অফিস বন্ধ করে দিলে তা দু’দেশের সম্পর্কের ক্ষতি করবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। এর মাধ্যমে এ ‘ইহুদি সংস্থা’ ইস্যুতে রাশিয়াকে কূটনীতিক হুমকি দিয়েছেন ল্যাপিড।

সোমবার ইসরায়েলি গণমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন অনুসারে, ইহুদি সংস্থা ‘জিউইস এজেন্সি ফর ইসরায়েল’-এর অফিস বন্ধ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলি নেতাদের আলোচনার ওপর জোর দিয়েছেন ইউরোপীয় ইহুদি নেতারা। কিন্তু, বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড রাশিয়াকে কূটনীতিক হুঁশিয়ারি দিচ্ছেন। ল্যাপিড বলেছেন, ‘ইহুদি এজেন্সির অফিস বন্ধ করা একটি গুরুতর ঘটনা বলে মনে করা হবে। এর মাধ্যমে রাশিয়া-ইসরাইল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’

এ বিষয়ে এক ইউরোপীয় ইহুদি নেতা বলেছেন, ‘এখন যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু বা নাফতালি বেনেট দায়িত্ব পালন করতেন তবে তারা অবিলম্বে পুতিনের কাছে ফোন করতেন এবং একটি গঠনমূলক আলোচনা শুরু করতেন।’

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ‘রাশিয়াতে ইহুদি সংস্থা ‘জিউইস এজেন্সি ফর ইসরায়েল’-কে নিষিদ্ধ করার জন্য মস্কোর হুমকিমূলক পদক্ষেপের বিষয়ে একটি সভার আয়োজন করে ইসরায়েল। ওই সভায় সভাপতিত্ব করে ল্যাপিড রাশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।’

এ সময় ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ার বৃহৎ ইহুদি সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই রাশিয়ার সঙ্গে জোরালো কূটনীতিক সম্পর্ক রাখা হয়।’

ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যান, সংহতি বিষয়ক মন্ত্রী পনিনা তামানো-শাতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক অ্যালন উশপিজ। এছাড়া ‘জিউইস এজেন্সি ফর ইসরায়েল’ ও বিশ্ব জায়নিস্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরাও সেখানে গিয়েছিলেন।

ওই সভায় ‘জিউইস এজেন্সি ফর ইসরায়েল’-এর বিষয়ে আলোচনার জন্য রাশিয়াতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেন ইয়ার ল্যাপিড।

রাশিয়ান আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় গত সপ্তাহে দেশটিতে ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। ২৮ জুলাই তারিখে মস্কোর একটি আদালত এ বিষয়ে শুনানি শুরু করবে।

রুশ আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রশাসন বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছে।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ায় ‘জিউইস এজেন্সি ফর ইসরায়েল’-এর অফিস বন্ধ করার অনুরোধটি রুশ আইনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।

সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট, ইয়েনি শাফাক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ