মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় ইরানি সেনাদের ওপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা করেছে রাশিয়া। একই সঙ্গে তেহরানের পাশে দাঁড়িয়েছে তারা। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি সেনাদের ওপর ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে।
ইসরায়েলভিত্তিক গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, সিরিয়ায় ইরানি সেনাদের ওপর ইসরায়েলের বিমান হামলা চালানোর সমালোচনা করেছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এই হামলার সমালোচনা করেন। তিনি বলেন, সিরিয়ায় ইরানি সেনাদের ওপর ইসরায়েলের হামলা একটি ‘ভুল সিদ্ধান্ত’। এটি আন্তর্জাতিক আইনের সঙ্গেও চূড়ান্ত রকমের সাংঘর্ষিক। বিষয়টি নিয়ে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কথা বলছি।
প্রসঙ্গত, বুধবার ভোরে সিরিয়ায় ইরানি সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এ সময় অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইরানের রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সিরিয়া জানিয়েছে, ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে যেগুলো আঘাত হেনেছে তাতে দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। কিছু কিছু প্রতিবেদনে নিহতের সংখ্যা আরও বেশি উল্লেখ করা হয়েছে।
সিরিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্ক থেকে বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে। এসব হামলার ছবি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।