মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের বিরুদ্ধে দু’বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। এ ভাইরাসে সংক্রমিত হয়ে লাখ লাখ মানুষ মারা গেছেন। কোটি কোটি মানুষ এখনও এ মহামারির কারণে বিপর্যস্ত। বেশ কিছু দিন ধরে করোনার প্রভাব কমা শুরু করলেও হঠাৎ করেই আবার এ মহামারির সংক্রমণ বেড়েছে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস। ওই সকল তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণে ১ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ২৭৫ জন। এছাড়া এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৩ হাজার ৬৩৬ জন।
এর ফলে বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৪ হাজার ৮৩৭ জজনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৮৪৮ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ১৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে ১ লাখ ৭২ হাজার ৬৭৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৮৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে।
একই সময়ে সবেচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলে। দেশটিতে ১৯২ জন করোনা সংক্রমণে মারা গেছেন। এখানে নতুন করে ৩০ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২১৩ জনে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯৬৫ জনের।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ মহামারিতে মারা গেছেন ১১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯২৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।
এছাড়া করোনা সংক্রমিত হয়ে একদিনে, ফ্রান্সে ১৩০ জনের, ইতালিতে ১০৪ জনের, তাইওয়ানে ৫৩ জনের, চিলিতে ৫১ জনের, রাশিয়ায় ৩৪ জনের, ইরানে ৩৩ জনের, অস্ট্রেলিয়ায় ৩২ জনের ও থাইল্যান্ডে ৩২ জনের মৃত্যু হয়েছে।
মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সবই প্রায় তুলে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।