Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে নতুন সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছেন আজ

জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির নতুন চেয়ারম্যান জেনারেল হায়াত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাকিস্তানের ১৬তম সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। একইসঙ্গে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান পদেও একজনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি হলেন লে. জেনারেল জুবায়ের হায়াত। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান রাহেল শরিফের বিদায়ের পর আজ মঙ্গলবার নতুন সেনাপ্রধান দায়িত্বগ্রহণ করবেন। এক সপ্তাহ ধরে নানা জল্পনা-কল্পনার পর দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুত্বপূর্ণ পদে এই দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম ঘোষণা করেন। এই দুই সেনা কর্মকর্তাকে চারতারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেয়া হচ্ছে। এই পদের জন্য এর আগে দুই সেনা কর্মকর্তার নাম নিয়ে বেশ তর্ক হয়েছে। তাঁরা হলেন বাহাওয়ালপুর কার্পসের কমান্ডার লে. জেনারেল জাভেদ ইকবাল রামদি এবং মুলতান কার্পসের কমান্ডার লে. জেনারেল ইশফাক নাদিম। প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্ত ঘোষণার আগে অনানুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন।
অপর খবরে বলা হয়, পাকিস্তানের জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন। দেশটির সেনা সদর দফতরে গতকাল সোমবার এক অনুষ্ঠানে বিদায়ী জেনারেল রাশেদ মাহমুদ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। জেনারেল হায়াত এই পদের দায়িত্বগ্রহণের মাধ্যমে তিন তারকা পদবি থেকে চার তারকা পদবিতে পদোন্নতি পেলেন। গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গণতান্ত্রিক পন্থায় দেশটির সেনাপ্রধান ও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। জেনারেল রাহিল শরিফের স্থলাভিষিক্ত হয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাজওয়া। তিনি ভারত সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। জিও টিভি, নিউজ ইন্টারন্যাশনাল, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ