Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিকম্পে কেঁপে ওঠল ইরানের দক্ষিণাঞ্চলসহ আরব আমিরাত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১০:৫৫ এএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ভূকম্পনটি আঘাত হানে। ৩০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলসহ আরব আমিরাতের অনেক এলাকা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ছিল।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটি ইরানসহ বাহরাইন, সউদী আরব, কাতার, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে।
ইরানের কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, একই অঞ্চলে গত এক মাসে অন্তত একশটির বেশি ভূমিকম্প এবং ভূমিকম্পের আফটার শক হয়েছে।
প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয় দেশটিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ