রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের তারাকান্দা ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সিমান্তবর্তী দুই ইউনিয়নের ২৫ গ্রামের মানুষের শতবর্ষের দুঃখ ধলাই নদী। আজো দুর্ভোগের সুরাহা হয়নি। তারাকান্দা উপজেলা পূর্ব সীমান্তে কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামের ধলাই নদীর উপর ব্রিজ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীসহ লোকজন বাঁশের তৈরি সাঁকো দিয়ে নদীর পারাপার হচ্ছেন। জানা যায়, তারাকান্দা উপজেলা সদর থেকে আনুমানিক ১৫/১৬ কিলোমিটার পূর্বে ও পূর্বধলা উপজেলার হুগলা বাজার থেকে ১ কিলোমিটার দূরে তারাকান্দার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রাম। এ গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে দীর্ঘ ধলাই নদী। এপারের কামারগাঁও ইউনিয়নের কালিখা, উলমাকান্দি, রাজদারিকেল, শালিয়াকান্দা, মাসকান্দা, হরিয়াতলা, ওয়াই, নাকিজানি, চকনাপাড়া, পানিয়াবর, প্রজাবতখিলা, ভেরুয়া, ক্ষুদ্র নাকিজানি, আশিয়া, পুনদারিকেলসহ কয়েকটি গ্রাম। ওপারে হুগলা ইউনিয়নের আগীয়া, হুগলা, সুতিয়াবড়, আন্দা, কোকুয়াকান্দা, মহিজবের, বাট্টা, কোকাইল, চন্দ্রপুর, হাতিবান্ধা, সাধুপাড়া, বামনখিলা, বিষমপুর, পুটিয়াসহ আাপাশের গ্রামের লোকজন, কালিখায় ধলাই নদীর ব্রিজ না থাকায় যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষ কালিখা গ্রামে ধলাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আজো তা হয়নি। এসব অবহেলিত মানুষের দাবির প্রতি কেউ নজর দিয়ে তাদের কষ্ট লাঘবের চেষ্টাও করেনি। এ এলাকায় রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে স্কুল-কলেজ, পড়ুয়া, ছাত্রছাত্রী ও জনসাধারণের যাতায়াতে বছরের পর বছর ধরে দুর্ভোগের শেষ নেই। উৎপাদিত ফসলের বেচাকেনায় পরিবহন সম্যসায় জর্জরিত কৃষকরা ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। অবশেষে নদীর এপার ওপারের মানুষজন মিলে ধলাই নদীর উপর স্বেচ্ছাশ্রমে লোহার খুঁটি, কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণ করেন। প্রতি বছর মেরামতে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এভাবে চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু এলাকাবাসীর ব্রিজ নির্মাণের প্রাণের দাবিটি আজো পূরণ হয়নি। বিশাল এই এলাকার মানুষ ব্রিজের অভাবে বলতে গেলে, দ্বীপবাসীর মতো বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধলাই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দ্রুত উদ্যোগী হবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। কামারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন বলেন, কালিখা গ্রামে ধলাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। এ নিয়ে পত্রিকাতেও অনেক সংবাদ প্রকাশ হয়েছে। কোনো কিছুতেই কাজ হচ্ছেনা। এখান দিয়ে প্রতিদিন হাজার লোকের যাতায়াত। আমি বর্তমান সরকারের কাছে এখানে একটি ব্রিজের দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।